Team

Behind the Scene: Team

Who Made Dreams In Reality

কিভাবে শুরু হলো ২১ একাডেরমীর যাত্রা

২০১৯ সাল থেকে আমরা কাজ করে আসছি ২ডি অ্যানিমেশন নিয়ে। কোয়ালিটিফুল অ্যানিমেশন শেখা সবসময়ই চ্যালেঞ্জিং ছিল, কারণ বাংলা ভাষায় এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে আন্তর্জাতিক মানের ২ডি অ্যানিমেশন শেখানো হয়।
২০১৯ সালে কাজ শেখার পর থেকে ২০২২ সাল পর্যন্ত আমরা বাংলাদেশের এবং বিদেশের বিভিন্ন কোম্পানি ও ইউটিউব চ্যানেলের জন্য অসংখ্য অ্যানিমেশন প্রজেক্টে কাজ করেছি। এই অভিজ্ঞতার ভিত্তিতেই আমাদের মনে এক নতুন চিন্তা জন্ম নেয় —


👉 “যদি আমরা নিজেরাই অনলাইনে ২ডি অ্যানিমেশন শেখাই, তাহলে আমরা শুধু ভালো অ্যানিমেটরই তৈরি করতে পারব না, বরং বাংলায় একটি শক্তিশালী অ্যানিমেশন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারব।”
এই স্বপ্ন থেকেই শুরু হয় ২১ একাডেমী (21 Academy)-এর যাত্রা।
এরপর আমরা বুঝতে পারি, আমাদের দক্ষতা শুধু অ্যানিমেশনে সীমাবদ্ধ নয় — আমরা আরও অনেক ক্রিয়েটিভ স্কিলে পারদর্শী। তাই আমরা সিদ্ধান্ত নিই, ২১ একাডেমীর মাধ্যমে শুধু অ্যানিমেশন নয়, বরং ২১ শতকের প্রয়োজনীয় ক্রিয়েটিভ স্কিলগুলো শেখানোর কাজ শুরু করব।
আমরা নিজেদের ক্রমাগত আরও স্কিল্ড করেছি, যেন শিক্ষার্থীদের আরও ভালোভাবে শেখাতে পারি, তাদের ক্যারিয়ারে সহায়তা করতে পারি এবং বাংলাদেশের তরুণদের গ্লোবাল মানের ক্রিয়েটিভ প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে পারি।