আমাদের বিগত ব্যাচ গুলোর শিক্ষার্থীরা যারা ব্যাচ চলাকালিন এই অ্যানিমেশন গুলো করে আমদের জমা দিয়েছিল। এখন এদের মধ্যে কেউ ফ্রিল্যাসিং করছে কেউ আবার চাকরি করছে। অনেকে নিজের ইউটিউব চ্যানেলে কাজ করছে।
Shariar roktim
বরিশাল, বাংলাদেশ
আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভালো অ্যানিমেশন কোর্স এটি। এখানে অনেক গুলো লাইভ প্রোযেক্ট করে দেখানো হয়েছে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে।
Mahmuda Fayaz
লন্ডন, ইংল্যান্ড
অ্যানিমেশন শেখার অনেক ইচ্ছা ছিল। দেশের বাইরে থেকেও যে অ্যানিমেশন শিখতে পারব ভাবতে পারিনাই। ধন্যবাদ ২১ একাডেমিকে এতো দারুন অ্যানিমেশন শেখানোর জন্য।
ভাইয়া প্রথমত আপনাদের অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর কোর্স দেওয়ার জন্য। এত সুন্দর সাজানো গোছানো কোর্স যেখান থেকে কাজ শিখতে আমার অনেক সুবিধা হয়েছে। আর হচ্ছে ভাই আপনাদের লাইভ ক্লাস যার মাধ্যমে যত প্রবলেম ছিল সব ঠিক হয়ে গেছে। ভাইয়া এভাবে আমাদের সাপোর্ট করেন এবং আমরা যাতে আরো ভালো কিছু করতে পারি।এবং আপনাদের টিমের সকলকে ধন্যবাদ। এক কথায় বলতে পারি আপনাদের কোর্স একদম বেস্ট।
Biswas Basu Sourav
কলকাতা, ভারত
৩০ দিন অ্যানিমেশন চ্যালেঞ্জের কাজ শেষ করলাম । অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই ও মানিক ভাইকে এবং অন্যান্য সবাইকে।
Muktadir
আমার দেখে বাংলাদেশের সবথেকে সেরা কর্স। আমি ভর্তি হবার ১ মাসের মধ্যেই অ্যানিমেশন শিখতে পেরেছি। এখন একটা কোম্পানিতে অ্যানিমেশন চাকরি করছি।
AB Srabon
নেত্রকোনা, বাংলাদেশ
আপনাদের প্রোগামটি খুবি সহজ এবং হেল্পফুল অল্পতেই অনেক কিছু শিখা যায়। আমি এর আগেও একটি কোর্স করেছিলাম কিন্তু শিখতে পারেনি। এরপরে ভাইয়াদের কোর্সে ভর্তি হয়ে শুধুমাত্র রেকর্ডেড ভিডিও দেখেই অ্যানিমেশন শিখে ফেলি। এখন বিভিন্ন ক্লাইন্টের কাজ করছি।
Kamrunnahar lipe
কুড়িগ্রাম, বাংলাদেশ
A best complete 2d animation institute with Best animators,💖💖 Best instractors,💕💕 Best mentors,💖💖 I really feel proud to be a part of this institute of .. “Professional 2d animation and freelancing” in 21 academy. Dear brother (Sabbir),,,God bless upon you…. Best wishes for you and our 21 academy.
Md Sakib
বরিশাল, বাংলাদেশ
আল্লহামদুল্লিহা মাত্র ১ মাসে ২D ANIMATION COURSE এর শুধু মাত্র Recorded video গুলো দেখে আমি এখন Full Animation video make করতে পারি । আমার মনে হয় এই টা এ বাংলাদেশ এর best animation course . ভর্তি হবার আগে আমি animation এর বিষয়ে কিছুই জানতাম না।
Arisu
ভারত
নমস্কার বন্ধুরা, আমি ÁRISU DEY এই এনিমেশন ভিডিওটা আমি বানিয়েছি ❤️ সবাইকে অনেক ধন্যবাদ যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে 🙏🏻 আপনিও যদি আমার মত এনিমেশন ভিডিও বানাতে চান তাহলে আজই ভর্তি হয়ে যান Animate With Sabbir animation course এ আমি যখন একদম নতুন ছিলাম আমার অনেক ভয় লাগতো 🫠 তারপরে আমি একদিন এই কোর্সটি Enroll করি তারপর যা হলো সেইটা আপনাদের চোখের সামনে ❤️ জীবনের সেরা হতে চাইলে সব সময় সেরা দের কাছ থেকেই শিখতে হয় ✨❤️ আমি আজকে যেটুকু পেরেছি যা পেরেছি সবটাই আমার ভাইয়া MD Sabbir Hossen & Md Manik ভাইয়ার জন্য 🛐 LOVE YOU BHIYA
Biswajit Sarkar
ভারত
আমি কলকাতা থেকে বিশ্বজিৎ বলছি। যখন ২১ একাডেমীর এই কোর্সে ভর্তি হই তখন অ্যানিমেশন সম্পর্কে কিছুই জানতাম না। এখন আমি সম্পুর্ন অ্যানিমেশন পারি। আমার তেমন সাপোর্ট ও লাগেনি। শুধু মাত্র দাদদের রেকর্ডেড ভিডিও এবং লাইভ ক্লাস দেখেই এরকম অ্যানিমেশন বানানো শিখেছি।
SH Emon
নোয়াখালি, বাংলাদেশ
আমি ইমন মাত্র ২৬ দিনের মধ্যে অ্যানিমেশন শিখেছি। এর আগে বাংলাদেশের আরেকটা কোর্সে ২ মাস সময় দিয়েছিলাম কিন্তু কাংখিত ফলাফল না পেয়ে ভাইয়াদের কোর্সে ভর্তি হই। এরপরে লাইভ ক্লাস তেমন করতে পারি নাই শুধু মাত্র ভাইয়াদের রেকর্ডেড ভিডিও দেখে এবং মানিক ভাইয়ের থেকে কয়েকবার সাপোর্ট নিয়ে কমপ্লিট অ্যানিমেশন শেষ করি। এখন আমি আমার ইউটিউব চ্যানেলে কাজ করছি।