Home

Student Review

শিক্ষার্থীদের রিভিউ ও কাজ

Biswajit Sarkar

কলকাতা, ভারত

আমি কলকাতা থেকে বিশ্বজিৎ বলছি। যখন ২১ একাডেমীর এই কোর্সে ভর্তি হই তখন অ্যানিমেশন সম্পর্কে কিছুই জানতাম না। এখন আমি সম্পূর্ণ অ্যানিমেশন পারি। আমার তেমন সাপোর্ট ও লাগেনি। শুধু মাত্র দাদদের রেকর্ডেড ভিডিও এবং লাইভ ক্লাস দেখেই এরকম অ্যানিমেশন বানানো শিখেছি।

Kamrunnahar Lipe

কুড়িগ্রাম, বাংলাদেশ

The best complete 2D animation institute with best animators,💖💖 best instructors💕💕 and best mentors.💖💖 I really feel proud to be a part of this program of “Professional 2D animation and freelancing” at 21 Academy. Dear brother (Sabbir), God bless you. Best wishes for you and 21 Academy.

AB Srabon

নেত্রকোনা, বাংলাদেশ

আপনাদের প্রোগামটি খুবি সহজ এবং হেল্পফুল অল্পতেই অনেক কিছু শিখা যায়। আমি এর আগেও একটি কোর্স করেছিলাম কিন্তু শিখতে পারেনি। এরপরে ভাইয়াদের কোর্সে ভর্তি হয়ে শুধুমাত্র রেকর্ডেড ভিডিও দেখেই অ্যানিমেশন শিখে ফেলি। এখন বিভিন্ন ক্লাইন্টের কাজ করছি।

Arisu

কলকাতা, ভারত

নমস্কার বন্ধুরা, আমি ARISU DEY এই এনিমেশন ভিডিওটা আমি বানিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে আপনিও যদি আমার মত এনিমেশন ভিডিও বানাতে চান তাহলে আজই ভর্তি হয়ে যান। Animate With Sabbir এর animation course এ আমি যখন একদম নতুন ছিলাম আমার অনেক ভয় লাগতো। তারপরেও আমি একদিন এই কোর্সটিতে Enroll করি এবং তারপর যা হলো সেইটা আপনাদের চোখের সামনে জীবনে সেরা হতে চাইলে সব সময় সেরা দের কাছ থেকেই শিখতে হয় আমি আজকে যেটুকু পেরেছি, যা পেরেছি, সবটাই আমার ভাইয়া Sabbir Hasan & Md Manik ভাইয়ার জন্য LOVE YOU BHIYA