⭐️ABOUT FOUNDER & INSTRUCTOR

SABBIR HASSAN BAPPY

Entrepreneur, Content creator, Animator

সাব্বির হাস্ন বাপ্পি ২০১৭ সালের ৩০ এপ্রিল MS TV সহো বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল নিয়ে আবার কাজ শুরু করি। ২০১৮ সালের ১৮ জুলাই বাংলাদেশের প্রথম ব্যাক্তিগত চ্যানেল হিসেবে ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করি। এবং ২০১৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডেন প্লে বাটন পাই individual content creator হিসেবে। ২০১৯ সালে অফিস ও ৫ জনকে নিয়ে শুরু করি অ্যানিমেশন শেখা। সম্পুর্ন ২০১৯ সাল জুড়ে শুধু শিখতে থাকি। অ্যানিমেশনের কাজের প্রেশারে ২০১৯ সাল থেকেই MS TV তে কাজ করা বন্ধ করে দেই বললে ভুল হবেনা। ২০২০ সাল থেকে ২০২২ বেশ কয়েকটি অ্যানিমেশন চ্যানেল নিয়ে বাংলা ইংলিশে কাজ করি যেখানে ১ লাখের কয়েকটি অ্যানিমেশন চ্যানেল ছিল। এখন আমার অ্যানিমেশন স্টুডিও থেকে দেশি বিদেশী অনেক কোম্পানির অ্যানিমেশন বিজ্ঞাপনের কাজ করছি এবং একটি অর্গানিক বিউটি ব্রান্ড নিয়ে কাজ করছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে শেখা কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অ্যানিমেশোনের স্কিল লাখো মানুষের মাঝে ছড়িয়ে দিতেই ২১ একাডেমী যাত্রা শুরু।

Strong community with 4 Million Follower

⭐️ABOUT CO FOUNDER & INSTRUCTOR

Muhammad Manik

Artist, Animator

মোঃ মানিক প্রায় ৪ বছর ধরে ২ডি অ্যানিমেশন নিয়ে কাজ করছেন। তার কর্মজীবন শুরু হয়েছিল বাংলালিংকে চাকরির মাধ্যমে। বর্তমানে তিনি ২১ একাডেমীর সহ-প্রতিষ্ঠাতা ও একজন ইন্সট্রাক্টর হিসেবে কাজ করছেন। পাশাপাশি, তিনি Art71-এ অ্যানিমেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

⚡️INSTRUCTORS

Muhammad Shakil

Artist Animator

Muhammad Shakil

2D & 3D Animator