হ্যাঁ, আপনি কোর্স কেনার ২ দিনের মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন, যদি আপনি ২০% এর কম কনটেন্ট এক্সেস করে থাকেন এবং এখনো লাইভ ব্যাচ শুরু না হয়ে থাকে।
রিফান্ড পাবেন না যদি:
রিফান্ড আবেদন করতে আমাদের ইমেইলে লিখুন:
📧 hi.21academy@gmail.com
সাথে আপনার রেজিস্ট্রেশন/পেমেন্ট প্রমাণ (স্ক্রিনশট/রিসিপ্ট) দিন।
আবেদন গ্রহণের পর সাধারণত ২ – ৪ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত পাঠানো হয়, আপনার মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী।
হ্যাঁ, আপনি চাইলে রিফান্ডের পরিবর্তে আমাদের অন্য কোনো কোর্সে ট্রান্সফার হয়ে যেতে পারেন — এটি অনেক ক্ষেত্রেই সুবিধাজনক সমাধান। (তবে অবশ্যই এটি ২ দিনের মধ্যে সিধান্ত নিলে হবে)
আমাদের উদ্দেশ্য হলো আপনাকে মানসম্পন্ন শিক্ষা দেয়া, রিফান্ড নয়। তবুও আপনি যদি সন্তুষ্ট না হন, তাহলে নির্দিষ্ট শর্তে আমরা আপনাকে সম্মানজনকভাবে রিফান্ড দিই।
আমরা বিশ্বাস করি সঠিক গাইডলাইন পেলে সবাই অ্যানিমেশন শিখে ক্যারিয়ার গড়তে পারে। তাই রিফান্ডের চেয়ে আপনার শেখার সফলতাই আমাদের প্রধান লক্ষ্য।